Cover Image of Download Lalon Geeti - লালন গীতি  APK

0/5 - votes

ID: com.lalongeeti.videos

Download APK now

The description of Lalon Geeti - লালন গীতি


আল্লা বলো মন'রে পাখি
সত্য বল সু পথে চল
আমার এ ঘর খানায় কে বিরাজ করে
এমন মানব জনম আর কি হবে
সময় গেলে সাধন হবে না
খাঁচার ভিতর অচিন পাখি
জাত গেলো জাত গেলো বলে
হেলায় হেলায় দিন ভয়ে যায়
আমার মতো প্রাণ কাঁদিলে
তুমি বা কার কে'বা তোমার
ধরো চোঁর হাওয়ার ঘরে ফাঁদ পেতে
অমৃত মেঘের বারী
ধন্য ধন্য বলি তারে
আমার হয়নারে সে মনের মত মন
তিন পাগলে হলো মেলা
এসব দেখি কানার হাট বাঁজার
প্রেম রসিকা হব কেমনে
মানুষ ভজলে সোনার মানুষ হবি
গোপনে রয়েছে খোঁদা
মিলন হবে কতদিনে

যদি ত্বরিতে বাসনা থাকে
আছেন কোথায় স্বর্গপুরে
আগে কপাট মারো কামের ঘরে
আছে ভাবের তালা যেই ঘরে
আছে যার মনের মানুষ মনে
আমার সাধ মিটেনা লাঙ্গল চষে
আশা পুর্ন হলো না
যার আপন খবর আপনার হয় না
আর আমারে মারিসনে মা
পাখি কখন জানি উঁরে যায়
আটার মোকামের মাঝে
আমি ঐ চরণে দাসের যোগ্য নই
আমি কি সন্ধানে যাই সেখানে
আদি মক্কা এই মানব দেহে
করি মানা কাম ছাড়েনা মদনে
কারে বলবো মনের বেদনা
কয় দমে হয় দিন-রজনী
কে বুঝে মউলার আলেকবাজি
কে বানাইল এমন রঙমহলখানা
খেয়েছি বেজাতে কচু
বারেবারে আর আসা হবেনা
গুরু দোহাই তোমায় মনকে আমার
চল যাই আনন্দের বাজারে
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
পাপ পুর্ণ্যের কথা আমি
পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে
পাখি কখন জানি উড়ে যায়
প্রেম জাননা প্রেমের হাটের বুলবুলা
বিদেশিনীর সঙ্গে প্রেম করো না
বল স্বরূপ কোথায় আমার সাধের পেয়ারি

ধন্য মায়ের নিমাই ছেলে
না বুঝে মজো না পিরিতে
বেদ-বেদান্তে শাস্ত্র গ্রন্থ
নারীর এতো মান ভাল নয়
পারে লয়ে যাও আমায়
পাপির ভাগ্যে
পার করো দয়াল আমায়
প্রেম জানোনা প্রেমের হাটের
পাখি কখন জানি উঁরে যায়
ফকিরি করবি খ্যাপা কোন রাগে
বাড়ির পাশে আরশি নগর
ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই
মন চুরারে কোথা পাই
মনেরে বুঝাবো কত
মনের কথা বলবো কারে
কারে বলছো মাগি
যাও হে শ্যাম রাই কুঞ্জে
যেতে সাধ হয়রে
রাখলেন সাঁই কূপজল করে
কোন সাধনে তারে পাই
রাসুল রাসুল বলে ডাকি
সবে বলে লালন ফকির কোন জাতের
রাত পোহালে পাখি বলে
সোনার মান গেলোরে ভাই
সব সৃষ্টি করলো যে জন
সপ্ত তালা ভেদ করিলে
হক নাম বল রসনা
যে জন শিষ্য হয়

চিরদিন পোষলাম এক অচিন পাখি
অপারের কাণ্ডার নবীজী আমার
অবোধ মন তোরে আর কি বলি
আপন ঘরের খবর নে না
আপনারে আপনি চিনে নে
আমার হয়নারে সে মনের মতো মন
আমায় চরণ ছাড়া করোনা
আয় গো যাই নবীর দিনে
আটারো মোকামের মাঝে
এই দেশে এই সুখ হলে
এমন মানব জনম আর কি হবে
এই মানুষে সেই মানুষ আছে
সদাই বলরে মুখে লা-ইলাহা-ইল্লালাহ
রাই সাগরে নামলো শ্যামরাই
কি আজব কলে রসিক বানিয়েছে
কি করি কোনপথে যাই
কোথায় আছেরে সেই দিনদরদি সাঁই
ক্ষম ক্ষম ক্ষম অপরাধ
এই বেলা তোর ঘরের খবর
কবে সাধুর চরণধূলি
Show more
  • Category

    Music
  • Requirements:

    Android Varies with device+

Lalon Geeti - লালন গীতি Varies with device APK for Android Varies with device+

Version Varies with device for Android Varies with device+
Update on 2021-12-21
Installs 100++
File size 4.853.732 bytes
Permissions view permissions
What's new

Hit APK
Show more